কখনও কি বলেছি ভালো থেকো না
ভালো থেকো সবুজ টিপের আশ্রয়ে।
বৃষ্টি-ভালোবাসায় যেমন অস্ফুট কথোপকথন,
কে কার গল্প শোনে?
তেমনি তোমার-আমার গল্প শোনে না কেউ।
বৃষ্টি শেষে খয়েরি চাঁদের আলোয়
ধরলার যতো নৌকা ভেসে ওঠে।
কেউ একজন তো নিশ্চয়ই জানেÑ
খয়েরি আলোয় নৌকাগুলো মায়াবি মনে হয়!
কখনও কি বলেছি ভালো থেকো না
ভালো থেকো সবুজ টিপের প্রশ্রয়ে।
তুমি বুঝি জানো না, তোমাকে
নীল টিপেই সুন্দর লাগে বেশি।
পূর্ণিমার ঘোর কেটে গেলে
শব্দ চুরি হতে হতে
নদী স্পষ্ট জেনে যায়
এবার কবিতা হবে।
তোমার প্রতিটি উচ্চারণ শুদ্ধ জলের মতোন
দ্যাখো-দ্যাখো কী দারুণ নত কোরে দেয়।
তুমি হয়তো জানবে না
হয়ত কখনোই জানবে না আর
নীল টিপেই তোমাকে সুন্দর লাগে বেশি।
0 মন্তব্য(গুলি):