কতোটা দূরে থাকো
যার হিসেব জানে না অংক-শাস্ত্র-জ্ঞান!
ক্রান্তীয় ঝড়ের জিহ্বায় বদ্বীপের প্রতিটি ধুলি-কণার সাথে কথা বলি,
ক্রুদ্ধ বৃষ্টিপাতের ছলে ছুঁয়ে দেখেছি মাটির গহŸর।
কতো...
দূরে থাকো!
এই অনুসন্ধান যা এক অর্থে প্রয়োজনের তীব্রতা,
ইচ্ছা এবং একটি অসীম অনুসন্ধানের সাথে একত্রিত হতে পারে।
আগামী দশে আমি পঞ্চাশ ছোঁব!
মহাবিশ্বের কেন্দ্র দিয়ে প্রবাহিত সুরের কথা বলার জন্য
দূরত্ব উড়ে গেলে, জলের বিষাক্ততা ধুয়ে অমরত্ব নেব।
0 মন্তব্য(গুলি):