বুধবার, ২২ জুলাই, ২০২০

মাতাল হতে বড্ড ইচ্ছে করে


আজ ভীষণ রকম মন খারাপের দিন
এমন দিনে আমার মাতাল হতে বড্ড ইচ্ছে করে-
যাপিত সময়ের নষ্ট স্বপ্নগুলো আঙুলে বেঁধে
মদে চুবিয়ে খেতে ইচ্ছে করে...
পুষ্টিহীন ভালোবাসার তাড়নায় কাছাকাছি কোন স্বর্গে বসে
যুবতীর ঠোঁট ভেবে মদের গ্লাসে চুমু দিয়ে মাতাল হতে ইচ্ছে করে... 

আজ অন্যরকম মন খারাপের দিন
এমন দিনে আমার মাতাল হতে ইচ্ছে করে
আওয়াজ তৈরির গুহায়
প্রজাপতি অন্ধকার মধ্যে প্রজ্বলিত হয়
মদের কাপের শাশ্বত এই রহস্য ভাঙতে
দেখিস আমি একদিন সত্যিই মাতাল হব...

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):