শনিবার, ১৮ মার্চ, ২০১৭
“সংকট। শুধু আর্থিক নয়। নানারকম। একজন মানুষ কতো রকম সংকটে
থাকতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় লিংকন ভাই”- কবি সাম্য রাইয়ান ।
বুঝতেই পাচ্ছেন কতটা সংকটের মাঝে দিনপাত করছি ! গত কাল আমার
জন্মদিন ছিল ,
আমি
বিখ্যাত কেউ নই , তবুও অনেকে ভালোবেসে স্বশরীরে এসে, মুঠোফোনে,ম্যাসেজে , ফেসবুকের
মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন !
আমাকে
যদি বলা হয় - “ তোমার সারা জীবনের সব চেয়ে
বড় উপার্জন/ অর্জন কি ? “
নিঃসংকোচে
বলব- “বন্ধুজন !“
আমার
আর কিছুই নেই , এই বন্ধুজনেরা ছাড়া ! এরাই আমাকে বাচিয়ে রেখেছে নানান রকম উপায়ে !
“সালটা ২০০৬, ১২ জানুয়ারি ” থেকে
আমার
জীবনে সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে সে সময় কেটেছে! বন্ধুজনেরা নিজেদের জীবিকার
তাগিদে মহাব্যস্ত ! অন্যের দিকে তাকিয়ে
দেখার মত সময় কারো নেই ! ঠিক সে সময় এক মাত্র কবিতা ছিল আমার বেঁচে থাকার অবলম্বন
। সেই যে বেঁচে উঠতে শিখে গেলাম ,পরে সব বন্ধুজনেরা কিছুটা স্থিরতা ফিরে পেলে যখন
জানতে পারলো আমার সাত কাহন, সকলেই পাশে এসে দাড়িয়ে গেল ! সে অ...নে... ক কথা ! অ...নে...ক
গল্প!
“এখন সালটা ২০১৭”
এখন ভালো আছি কি না জানিনা, তবে ভালো থাকার জন্য
প্রতিটি ক্ষণে স্মরণ করি আমার প্রেয়সী
কবিতাকে আর বন্ধুজনদের !
প্রায় ১১ বছর পর মৃন্ময়ীর কাছে জানতে পারলাম – শে মহাভালো আছে !
কাজেই ভালো আমাকেও থাকতে হবে... !?
0 মন্তব্য(গুলি):