মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ঘর নেই তবু পাখি ঘরে ফেরে লাশ নিয়ে/মানুষগুলো পাখি হয়/আকাশে ভাসে/আমি চিরকাল, না ঘরে/না আকাশের


সম্ভবত ভুলেই গেছি তাকে
সচেতনেÑঅচেতনে
স্মৃতিতেÑবর্তমানে;
ঝিঁ-ঝিঁ ডাক শুনতে
ভালো লাগে না

নিঃসঙ্গতা
          কুড়ে
          কুড়ে
          খায়

গহীনে তবু
ঝিঁ-ঝিঁর নিবাস
গৃহপালিত বাবুই পাখিটাকে
একটা একটা করে পোকা খাওয়াই
পাখিটা -বাক চোখে আমার নিঃসঙ্গতা ভালোবেসে চায়;
আমি স্রষ্টা বনে যাই

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):