বুধবার, ২২ জুলাই, ২০২০

এই তো কয়েকদিন আগে মধ্যরাতে...




আহ্লাদি জ্যোৎস্না শহরের ওপাশ থেকে
কবিচুলের সিঁড়ি বেয়ে ধেয়ে এসে...
নিমজ্জিত চোখে
মহিলা কলেজ পার হতেই
জেলা শহরের নীল রঙে ভীত হয়ে যায়।
সঙ্গীহিনা - ভীত জ্যোৎস্নার বিশ্বস্ত সাথী
কবি একা!
কবি, পার্কের দীঘির দিকে এগুতেই
একটি কুকুর মধ্যরাতে স্ত্রীসঙ্গ ত্যাগ করে
মিশে যায় ছবির মতন...
নববধূ তারপর বর, দুই, তারপর এক,
আদম এবং ইভ, তার সঙ্গী, চাঁদ তারপর সূর্য।

          জ্যোৎস্না; কবি এবং কুকুর মিলে
          নিপ্রাণ শহরের পাথুরে ঘুমকে
          ভেঙ্গে দেয় নিখুঁত ঠোঁটের বাঁধাই করা
          শাণিত বাণীতে!

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):