বুধবার, ২২ জুলাই, ২০২০

আমি কবি হে, কবি


                              আমি আমার বালকত্ব উপভোগ করি
                              সুখী পাথর হৃদয় দিয়ে!
                              তুমি তার চেয়ে
                              বুক ধরে থাকো
                              আমি আজো
                              অন্ধকার থেকে শব্দ ছেঁকে
                              বিষণœতার আলোতে বসে
                              কবিতা লিখি, কবিতা...
জীবন! আমার কাছে অনেকটা দুঃখ প্রকাশ করার সময় বলতে পারো আমি দরিদ্র
মানুষ; আরও দুর্ভোগ দেখতে দেখতে প্রতিটি দিনই বেঁচে থাকি, দৃঢ়Ñ সাহসী
মানুষের ভঙ্গিতে জীবনের পথ, সে তো নিচে অথবা উপরে আর আমি আজন্ম
লিখছি কবিতা...
                              শহরটাতে ফিরে যেতে যেতে
                              ভাবছিলাম,
                              বিরক্তিকর
                              প্রেমের শুক্রাণু
                              আশ্রয় নিয়েছিল
                              ঈশ্বরের ডিম্বাশয়ে!
                              একজন কবিও সেখানে যুক্ত?
                              দুঃখিত,
                              জন্মকবি নই
                              কবিতা যাপনে, কবিতা লিখবো, কবিতা...
বরফ আতঙ্কের মতই দৈনিক আকাক্সক্ষা রক্তপাত ফুটপাতের জন্ম দেয় আবেগের
ট্রেন, প্রেমের ব্যাখা কখনোই জানতো না! বছর ধরে যারা ক্ষুধার্ত, তাদের চিনি,
দুঃস্বপ্নের জন্য এইরকম কাঁদতে হয় অনেক বেশি আমার অসম্মান. ব্যর্থতা আমার
পোশাক করা যাক, যেহেতু আমি লিখবো, কবিতা...

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):