চিনেছিলাম তারে, ভাঙা চশমা, ভাঙা কলম আর ছেঁড়া খাতা ছিলো
যেন বা প্রতিটি স্বপ্নের ভিতর দিয়ে বৃষ্টি নিয়ে এসেছে উদ্বেগের।
যেন বা প্রতিটি স্বপ্নের ভিতর দিয়ে বৃষ্টি নিয়ে এসেছে উদ্বেগের।
ভয়াবহ সে বৃষ্টি আমার বন্ধু মহলের আরাধ্য আর আমি
সে কি যুদ্ধবাজ সৈন্য এবং আমার সামনে এক শ্যামবালিকা।
আমার বাবার মৃত্যুবিষয়ক যত স্মৃতি,
তার চেয়েও ভয়াবহ সত্য সেই শ্যামবালিকা চোখে।
0 মন্তব্য(গুলি):