বুধবার, ২২ জুলাই, ২০২০

আজন্ম অজানার ভিতরে তোমার বসবাস


আরব-সমুদ্র-স্নানে জানলাম,
এখানে মাছের বিলাপ শুধু শুরার নেশায়

Ñ ধরলা জানে গো মাছ! আকাশ
উবুর করে ঢেলে নিতে হয় শুরা!

মাছের বিলাপ আর জলের ঘ্রাণে সেদিন
জেনেছি, আজন্ম অজানার ভীড়ে তোমার বসতি!

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):