ওগো সই, এমনে কি বাড়ে কাঠেন আগুন? রীতি অতি সাধারণ, সহনে দহণ বাড়ে;
দহনে বাড়ে গতি। কিছু নিমন্ত্রণ থাকে অন্ধকারের, কিছু থাকে সন্ধ্যালোকের।
হলদে ভালোবাসায় যেমন ধরলা না থাকলে, কবিতা অপূর্ণতায় ভোগে, তেমনই
পাই নি বলে নয়, নারীমাত্রই জেনেছিলাম তুমি! হেতু, ধরলার রূপে সমূহ দুঃখ
নিপাত আর তোমাতেই জাগে পাপাঘাত! যেমনই জানি, তোমাকেই চিনি, আরাধ্য
স্বপ্নহীন তুমিই ছিলে, তুমি, তোমাকেই চিনি।
0 মন্তব্য(গুলি):