বুধবার, ২২ জুলাই, ২০২০

আমাদের সুবর্ণ সূর্য থেকে অদৃশ্য হয়েছে আলো


বলেছিলে-
দীর্ঘ রাতের হোয়েছে ক্ষত!

মনে আছে?
দূরের অই ধরলায় Ñ মৃত Ñ নীল আকাশ,
অবরুদ্ধ মন,
শ্যামল নম্রতার চমকি বুকে লুকোতে দিয়েছিলে,
দুজনের বয়স নেমে গিয়ে সতেরর আবেগ তখন!

রাত নদী মিতালি গড়ে
কফিনেই জন্ম দিয়েছিল
                    জন্মান্ধ সন্তান!
সে সন্তান
          মধ্যরাতের
                    তারার
                               মতই
                                        খসে
                                                  গ্যাছে!
আজকাল,
          রাত হয়েছে দীর্ঘ,
          ক্ষত হয়েছে গভীর!

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):