বুধবার, ২২ জুলাই, ২০২০

পুনরায় প্রেমের কবিতা


যে দ্যাখা হলে দূরত্ব বাড়ে
সে দ্যাখা না-ই বা হলো
বহুদিন গত হ'লে...
আঁচলের গহীন থেকে
রঙিন মুখখানা তুলেই যদি বলো
এভাবে দ্যাখা না হ'লেই ভাল...
          সে দ্যাখা না-ই বা হলো!

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):