মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

অমীমাংসিত


বাবা বলতেন, ‘জঙ্গলের ফুলে পূজো হয় না Ñ কথা
শুনে শুধুই হেসেছিলাম বাবাকে বলা হয় নি,
যে দেবতা ফুলের ধর্ম খোঁজেÑমর্ম বোঝে না
সেই দেবতা ফুলের পূজ্য না

জোবেদ ভাইয়ের দোকানে ফিলোসফাররা আজ সকলেই
কাছে থেকেও দূরে; ভুল আমি না কি বাবা!

বৃথাই কথা চলে আমার কষ্ট বাড়ে..

Ñ হ্যালো, শুনছো, আমি জঙ্গলের ফুল
Ñ কেমন আছো?
Ñ জানতে চাই কেমন আছি, আমার খবর..
Ñ সযতনে রেখেছি
Ñ আমার ভুল
Ñ ধুর, জোবেদ ভাইয়ের দোকান বন্ধ বহুদিন
Ñ হ্যালো, হ্যালো; আমি বলছি, শুনছো..

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):