এই বন্ধ্যা সময়ে ভাল নয় কি
তোমার চলে যাওয়া?
পুরোনো প্রেমের অন্ধকারে শুয়ে বলছ
‘দশ দিনেও প্রেমের শুরু হয়নি’!
না দশ দিন
না দশ মাস
না দশ জীবন
বুঝতেই পারলে না,
অবিচ্ছিন্ন শব্দের ভাঁজে প্রেমের শুরু হয় না!
মেঘজীবন কেটে গেলে
জ্যোৎস্না ব্যাপারীরা প্রেমের হাট খুলে বসে
ঠোঁট নয়
শরীর নয়
রঙ নয়
ভিতরে, একেবারে ভিতরে নিঃসঙ্গ পাখিটিও জেনে যায়
শরীরী প্রেম দুরন্ত বেগে ছুটে চলে সমাপ্তির পথে...
0 মন্তব্য(গুলি):