একটি শাদা পায়রার মৃত্যুতে
পুরুষেরা ঘর ছেড়ে
বেরিয়ে পরেছিল নারীর খোঁজে;
আর নারীরা পুরুষহীনতায়
মেতে উঠেছিল স্বমৈথুনে...
তখনও দূরের শূন্যতায় পায়রার আর্তচিৎকার
বুলেটের তাম্রবর্ণে বুক বর্ষাঘর
গাঢ় লাল ক্লান্তিগুলো বেরচ্ছিল তীব্রবেগে...
স্বপ্নচ্যুত চা ওয়ালা কেত্লি উল্টে দ্যাখছিল
চিনি এতো কম হল ক্যান?
নোনা স্বাদে মাটি তখন উষ্ণ, চায়ের উত্তাপে...
0 মন্তব্য(গুলি):