বুধবার, ২২ জুলাই, ২০২০

কোন এক ভরা দুপুরে...




কী রূপে বিমূর্ত সময়,
বাক্সের গহীন থেকে তুলে আনে
আপোষহীন দুঃখ!
যদি দুধের ভিতরেও
দুঃখই ঢেলে দেয়া হয়,
তবু ঝর্ণা
পাহাড়গুলোতে প্রবাহের তৃপ্তিতে
আমি থেকে আমিতেই
ভালোবেসে বয়ে যাবে।
আমাকে হারিয়ে দেবার প্রত্যাশা
কীভাবে প্রবাহিত!
          ভুলিয়ে রাখার এই যে আয়োজন...
          তবু বাদামের খোসায়
          ভালোবাসা তৈরি করা
          গল্পবন্ধ দুপুর,
          রেলগতি
ছুটে চলা শৈশব
          টকিজের দরজায় এসে,
পিঁপড়ের মতো দুধসাঁতার কাটে
শাদা পর্দার রঙিন ছবির মাঝে!

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):