বুধবার, ২২ জুলাই, ২০২০

আহা !


সমযের ঢেউয়ে গল্পের নায়িকার পাঠানো কালোখাম পৌছে যায় ধুসর বারান্দায়! গল্পটা অনেকটা এই রকম...আহা! শোন্! ছেলেটার বয়স সাত বছর, ওর মা ক্যান্সার রোগী ! প্রতিদিন অফিস যাই, হাসপাতাল যাই , ঔষধ কিনি আর বাড়ি ফেরার পথে পেয়ে যাই একমুঠো ক্লান্তি ! ছেলেটাকে ক্লান্তিগুলো মেখে দেই ! অবোধ সন্তান, ক্লান্তিগুলো চেটে-পুটে খেয়ে নেয় ! এরপর , বাপ ছেলেতে মিলে জড়াজড়ি ! মনে পড়ে -যে শরীরে ছিলাম, সেই শরীর এখন নুইয়ে পড়েছে, বাবার মৃত্যুর সাথে! আমিতো নতজানু হতে শিখিনি, ছেলেটি কি শিখে যাবে সোজা হয়ে দাঁড়াতে ? কেউ হয়ত জানবে না ,জানব শুধু আমি, মরণ ব্যধি ক্যামনে আমার ঈশ্বর বানিয়েছে !

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):