তুমি বলেই বলছি, অন্য কেউ হলে নয়;
লাল চকলেটের প্যাকেটে যে কবিতা দিয়েছিলে,
তারও ভিতরে যে সমুদ্র লুকিয়েছিলে
তার লোনা পানিতে আকাশ টলোমলো।
আমার পিচ্ছিল হাতে শুয়েপড়া জোৎস্নার আলো
স্বপ্নখেকো রাতে
আধো আধো চোখে
হাত রাখে,
মুখ লুকায়
স্বল্পদৈর্ঘ্য বুকে।
তুমি নেই বলেই বলছি, অন্যকিছু নয়;
জোৎস্নালোকে ভালোবাসি নি তোমার চেয়ে বেশি।
ধরলার বুকে জেগে ওঠা চরের কাশবনে
তোমাতে দ্যাখা খয়েরি চাঁদ
এখন কালো রঙের
কৈশোর মাখা স্বপ্নরা পাখা পেয়ে ফিরে যায়
ধরলা থেকে রিভার ভিউ ইস্কুল
তারপর শহিদ মিনার।
কুৎসিত ঢেকে দেয়
ঝাঁকে ঝাঁকে স্বপ্নবাজ।
আমার প্রাণের শহরটা
মৃন্ময়ী, শাদা শাদা
বয়সের দাগ মাথায় করে
বয়ে চলে
রামপুরা টিভিকেন্দ্র থেকে
কোনও অচেনা বন্ধনে।
কবি মাত্রই প্রেমে থাকেন না
থাকেনÑ
ধ্যানে
জ্ঞানে
স্বপ্নে
সৃষ্টিকর্তা রূপে।
কবিজন চিনি না আমি
কবিতা জানি না কিছু
কবিতালোকে স্নানের নিয়মাবলি শিখি নাই
জানি শুধু আমার অংশগত তুমি।
Ñ একটু দাঁড়াও মৃন্ময়ী
তুমি থাকলে হয়ত আমি কবিই হতাম;
কবিতার খাতা ধূসর হতো না
Ñ অমন অবাক লয়নে কী দ্যাখো লো সখি
কী বা কারণ, কান্দো বারবার!
Ñ পকেটভর্তি অমীমাংসিত স্বপ্ন আমার।
স্বপ্নের স্ব-রঙ শাদা-কালো
রঙিন হলেই বুঝি, কল্পনা।
আমি রঙিলা নাগর
পরকালের শূরাপানে
লোভাতুর হয়ে উঠি না;
এই জীবনেই চূড়ান্ত মাতাল হতে চাই
নদী দর্শনকালে বালিকার উরুতে হাত রেখেছিলাম
সেইই আমার প্রথম মাতাল হওয়া
এখনও মাতাল মৃন্ময়ী
সেই ঘোর আমার আজও কাটে নি!
0 মন্তব্য(গুলি):