বুধবার, ২২ জুলাই, ২০২০

শিরোনামহীন




যাই হোক, অবশেষে তোকে মনে পরেছে...
ফুয়াদ কদিন আগে বললো-
তোর ঘরে ঢুকলেই,
পেতাম বিড়ির অসহ্য গন্ধ
সেই যে ভুলে যাওয়া, ক্ষয়েও যাওয়া...
মৃত্তিকার বসতি ক্ষয়ে গিয়েছিল
তুমুল হট্টগোলে।
বয়োবৃদ্ধ অচিন পাখিটা নুইয়ে গিয়েছে
বাজারি রঙ্গের আচ্ছাদনে।
শহরে রেডিয়েশনের মাত্রা এপার-ওপার
শহুরে কবির কাপড়ের ব্যাগে এখন শুধুই শ্লোগান
তাই তোকে মনে পরেছে...

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):