মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

অন্ধ যন্ত্রণা আশ্রয় খোঁজে, আমাতেই বাঁধে ঘর


আমার সেই আমি
আর নেই মৃন্ময়ী!

শহরের ভর-বৃষ্টি-দিনে
রিকশার হুড তুলে
পলিথিন পর্দাঢাকা স্মৃতিটা
এখন ধূসর, রঙচটা

জন্মোৎসবেও প্রহর গুনতে হয় না;
আমার ধর্মান্তরিত প্রেম,
          এখন যৌনতা বোঝে
          স্বপ্ন বোঝে টাকা
কলম-খাতা ভুলে গ্যাছে কবিতার কথা
শুধু লিখে যায় চাকরবৃত্তির তত্ত্বকথা

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):