বিছানার পাশেই
দেয়াল, তবুও
মহুয়া বাতাসে
কাঁপুনি
জমে থাকা আলোর
খেলা
ধোঁয়াশার শব্দে
আঘাত
টিকটিকির সঙ্গম
বিছানাতেই
ক্রুশবিদ্ধ যীশুর যন্ত্রণা!
কোমরের নিচে
মাংসকণার চিৎকার
কেমন যেন
উপরে সরল মেঘ
ক্রোধের সাথে
জটলা
যাজকীয় যত্নের
অসভ্য প্রতিধ্বণি
অনুশোচনা মত
অনুপ্রবেশ
মুসা’র আত্মকষ্ট নিয়ে শুয়ে আছি!
মা, নদীর মতো
কাঁদছেন, বেঁচে থাকার ক্লান্তি
চোখে প্রবাহিত
ধীর তত্ত্ব
সমস্বরে কেঁদে
ফেলি!
0 মন্তব্য(গুলি):