অজ্ঞাত কারণে বৃষ্টি এসেছিলো
নিকটবর্তী নারীর চোখ দু’টো এতোদূরে ছিলো
ভিজে গেছি কি না দেখতে পাচ্ছি না
বৃষ্টিবিদ্যা ঢের জানি
আজন্ম পাপের ভিতর ধূসর বৃষ্টি
সৃষ্টি করেছিলো জীবনরহস্য।
প্রায় অসম্ভবের মাঝেও বৃষ্টি আসে
তোমার দ্যাখা হবে বৃষ্টিস্নান হবে না
এমন তো হয় না কখনও
রোদমাখা দুপুর রিকশার হুডতোলা
তবুও বৃষ্টি মেখেছিলো কুড়িগ্রামের শরীরে...
0 মন্তব্য(গুলি):