মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

আচানক বৃষ্টি, সম্ভবনা ছিলো না, আবহাওয়া বার্তাতেও নাই, মস্তিষ্কের কোনও এক অংশে ছিলো বৃষ্টিবার্তা


অজ্ঞাত কারণে বৃষ্টি এসেছিলো
নিকটবর্তী নারীর চোখ দুটো এতোদূরে ছিলো
ভিজে গেছি কি না দেখতে পাচ্ছি না
বৃষ্টিবিদ্যা ঢের জানি
আজন্ম পাপের ভিতর ধূসর বৃষ্টি
সৃষ্টি করেছিলো জীবনরহস্য

প্রায় অসম্ভবের মাঝেও বৃষ্টি আসে
তোমার দ্যাখা হবে বৃষ্টিস্নান হবে না
এমন তো হয় না কখনও
রোদমাখা দুপুর রিকশার হুডতোলা
তবুও বৃষ্টি মেখেছিলো কুড়িগ্রামের শরীরে...

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):