মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

বৃষ্টি বিষয়ক


মৃন্ময়ী, আজ বৃষ্টি হোক
অথবা বৃষ্টিই হোক!
শরীরের প্রতিটি ভাঁজে
বর্ষণবারি প্লাবিত হতে হতে
ভেসে যাক ধরলার কাদাবালি!
অন্য কেউ নয়
দেখেছিল শুধু দুধশাদা কাশবন
বাতাশে-হাসিতে সে কি দুলুনি!
সেই হাসিমুখ ভাসিয়ে আজ আবার
          বৃষ্টি হোক
          অথবা
          বৃষ্টিই হোক...
অজ্ঞাতে কাশবন জেনে গ্যাছে
আমাদের অভিসার!

SHARE THIS

Author:

0 মন্তব্য(গুলি):